:: Day: January 1, 2018 ::

ভাস্ড এর শ্রেষ্ঠ কর্মমান সনদ ও পুরস্কার অর্জন।

ভিলেজ এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেণ্ট (ভাস্ড) দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগী সংস্থা হিসেবে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রমের উৎকর্ষতা এবং কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে ভাস্ড, বিএনএফ এর সম্মাননা লাভ করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারের অর্থে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে কর্মরত এনজিওসমূহের মধ্যে অনুদান প্রদান করে থাকে।

গত ১৮ নভেম্বর ২০১৭ ঢাকায় বিএনএফ কার্যালয়ে এ উপলক্ষে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাস্ড এর নির্বাহী পরিচালক জনাব মাসুমা সামাদ এর হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি বিএনএফ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এ এফ এম ইয়াহিয়া চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএফ ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ সদর আলী বিশ্বাস, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।  বিএনএফ এর সহযোগী সংস্থাসমূহ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।