:: Day: December 30, 2017 ::

মহান বিজয় দিবস-২০১৭ উদযাপন।

ভাস্ড, বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন (বিএনএফ) এবং এর সহযোগী সংস্থাসমূহের সাথে সম্মিলিতভাবে বিজয় দিবস ২০১৭ উদযাপন করে। এ উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিএনএফ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সদর আলী বিশ্বাস (অবঃ যুগ্ম সচিব), মনিটরিং উপদেষ্টা জনাব মোঃ তালেবর রহমান (অবঃ যুগ্ম সচিব) এবং নির্বাহী সহকারী জনাব মোহাম্মদ লুৎফর রহমান উপস্থিত ছিলেন। ভাস্ড এর নির্বাহী পরিচালক জনাব মাসুমা সামাদ, কর্মকর্তাগণ এবং প্রতিবন্ধী উপকারভোগীগণ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সদর আলী বিশ্বাস জনগণকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে আমাদের কষ্টার্জিত বিজয়ের মূল্যবোধ সমুন্নত রাখার জন্য তৃণমূল পর্যায়ে কর্মরত এনজিওসমূহের প্রতি আহ্বান জানান। তিনি পুষ্পস্তবক অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন এবং উপকারভোগীদের অংশগ্রহণ করার জন্য ভাস্ড- কে আন্তরিক ধন্যবাদ জানান।